রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জিনিয়া রুনার গীতিকাব্য : করোনা সংগীত

বাড়ি আছি বাড়ি থাইকো
মোগো ঠিকানায় খেয়াল রাইখো
করোনা যদি ধইরা ফেলে
উপায় করুম কি কইনারে
ভীতর বাইর এক করি নাই
অহন বালা মুসিবত রে !

দিওকল মাঝে মাঝে
টাইম টেবিল নাইকো বাজে !
বন্দি দুঃখীর সই এই ফোনটারে
আার ঘর মোছা, রান্দার অন্দরে অন্দরে
রইও তুমি মজার আলাপ লয়ে
পুষে রাখে যেমুন মুরগী
কুকরো কুক ডাকে ঘরের মদদি
তেমনি আমি ছাগলছানা
ভ্যাঁ ভ্যাঁ একই খোয়াড়ে..
ঢাইকা রাখে যেমুন ময়লা


মোগো জীবনে কয়লা কয়লা !
তেমনি সাজা পাইরে মুমিন
যেমুন পাপ করছ রে…
মোগো ভেতর এক বাইর আরেক
বোজ মনু ভালা আছিলো আগেই রে।