সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ের চিন্কি আস্তানা এলাকায় লোকালয়ে দুটি মেছোবাঘ, গাড়ি চাপায় একটির মৃত্যু

Mirsarai tiger pic, 23

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন চৌধুরী পেট্টল পাম্প থেকে ২০০ গজ দক্ষিণে মহাসড়কের পূর্বপাশ গতকাল মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার সময় স্থানীয় তেলের দোকানের দুই কর্মচারী হৃদয় ও তার সহকর্মী দোকানের পেছনে হাটার সময় হঠাৎ দেখতে পান সড়ক থেকে একটি মেছো বাঘ সড়কের পাশে নালার ভেতর আশ্রয় নেয়। পরে মেছোবাঘটিকে আটক করে জনতা। এসময় বাঘটি কৌশলে পালিয়ে পাশবর্তি একটি বাড়ীতে আশ্রয় নেয়। সেখান থেকে ফের বাঘটিকে আটক করে স্থানীয়রা। এসময় ভয়ে বাঘটিকে গলায় রশি ও লোহার শিকলে তালা লাগিয়ে আটকে একটি গাছের সাথে বেঁধে রাখে।  অপরদিকে আরেকটি মেছোবাঘ রাতে গাড়ি চাপায় মারা যায়।  স্থানীয় উৎসুক জনতা মেছোবাঘটিকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করে। এদিকে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি হিঙ্গুলী বন বিভাগ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করলে জোরারগঞ্জ থানার এসআই মুজাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে তারাও বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। এদিকে ঘটনাটি সকালে ঘটলেও বিকাল ৫টার সময় (এ প্রতিবেদন লিখা পর্যন্ত) হিঙ্গুলী সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ হোসেন কোন প্রতিনিধি পাঠিয়ে বাঘটি উদ্ধার করনেনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আমার অফিসের গিয়াস উদ্দিন নামের এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি তিনি এখনো ঘটনাস্থল খুঁজে পাননি। অথচ হিঙ্গুলী বিট থেকে ঘটনাস্থল মাত্র ৫ কিলোমিটার। এদিকে স্থানীয়দের ধারণা, বনে খাবারের অভাবে রাতের কোন এক সময় এ বাঘ দুটি লোকালয়ে চলে আসে।