বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০ জুলাই থেকে রেলের অগ্রিম টিকিট

8mm7ot4u_15839

আগামী ২০ জুলাই থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে টিকিট বিক্রি। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার জন্য বিশেষ ট্রেন চালুরও উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে যেসব ট্রেন চলছে সেগুলোর সঙ্গে আরও ৭৫টি এবং সৈয়দপুর রুটে আরও ৮২টি কোচ বিশেষ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। এ নিয়ে চট্টগ্রামের পাহারতলী ও সৈয়দপুর ওয়ার্কশপে চলছে কোচ মেরামতের কাজ।

সৈয়দপুর রুটের কোচগুলোর মধ্যে ৬০টি বিজি (ব্রডগেজ) এবং ২২টি এমজি (মিটারগেজ) রয়েছে। এসব ঈদপূর্ব প্রস্তুতিসহ রেলওয়ের নানা দিক নিয়ে আজ রবিবার দুপুর ১টায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

তবে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, পুরনো যন্ত্রপাতি ও শতকরা ৪৮ জন জনবল সঙ্কট নিয়েই ওয়ার্কশপগুলোতে কোচ মেরামতের কাজ হচ্ছে। জনবল বৃদ্ধি এবং পুরনো যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক মানের যন্ত্রপাতি হলে দ্রুত কোচগুলো মেরামত করা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।