সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হান্নান-রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর

hannan-rizvi_48323

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে. অব. আসম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক আসাদুজ্জামান নূর শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।এর আগে পুলিশ হান্নান শাহকে দুই মামলায় ২০ দিন, রিজভীকে তিন মামলায় ৩০ দিন ও বেলাল আহমেদকে দুই মামলায় ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। মতিঝিল থানার ১৬ ও ৪৪ নম্বর মামলা এবং পল্টন থানার ৫০ নম্বর মামলায় গত সেপ্টেম্বর ও নভেম্বর মাসে বিএনপি নেতাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।   গত ২৫ নভেম্বর রাত ৯টার দিকে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। অন্যদিকে ৩০ নভেম্বর ভোররাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয় দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে।

Leave a Reply