শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্যোশাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে- চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব অধ্যাপক শওকত আলম বলেছেন, ‘স্যোশাল মিডিয়ার সাইটগুলোতে অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে।’

শুক্রবার বিকালে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় অধ্যাপক শওকত আলম, প্রাথমিক শিক্ষা সমাপনি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষাবোর্ড সচিব বলেন, ‘এখন একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তার আশেপাশের শিক্ষার্থীদের সাথে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয়। প্রযুক্তির কারণে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এছাড়াও বক্তব্য রাখেন অলিনগর এল.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে, জয়পুর পূর্বজোয়ার এ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য শহীদউল্লাহ, মুক্তিযোদ্ধা করিমুল হক, সমাজসেবক আবু তাহের।

সভাপতির বক্তব্যে তোফায়েল আমিন মাসুদ শিক্ষা ফান্ডের নিয়মিত পৃষ্ঠপোষক ও অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘সকলের সহযোগিতার ফলে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা এ ধরণের মহতী কাজ করতে পারছে। আগামীতেও সমাজ উন্নয়নে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ক্রীড়া সংস্থা তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।’

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা প্রতিবছর শিক্ষার উন্নয়নে গঠিত শিক্ষা ফান্ড থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি আর্থিক বৃত্তিও প্রদান করে আসছে।
-প্রেস বিজ্ঞপ্তি