সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি ::
এবারের মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের মহান শহিদদে প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন করে মীরসরাই প্রেস ক্লাব। পৃথিবীময় করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাগন আজ ২৬ মার্চ ( বৃহস্প্রতিবার) সকাল ১১ টায় সকলে নিজ নিজ বাড়িতে বসে অভ্যন্তরীন অনলাইন লাইভে একযোগে মুক্তিযুদ্ধের মহান শহিদগন সহ সকল বীর মুক্তিযোদ্ধাগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় সকল কর্মকর্তা এক যোগে নিজ নিজ গৃহে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা লাভ করেছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) মীরসরাই পৌরসভাস্থ নিজ বাড়িতে, সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( ভোরের পাতা ও চলমান সংবাদ) জোরারগঞ্জস্থ নিজ নিবাসস্থলে, সহ সভাপতি রণজিত ধর ( দৈনিক সংবাদ) গাছবাড়িয়াস্থ নিজ বাড়িতে, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ) জোরারগঞ্জস্থ নিজ বাড়িতে, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ ও বাংলাধারা), অর্থ সম্পাদক ইমাম হোসেন ( দৈনিক ইনকিলাব) মায়ানীস্থ নিজ বাড়িতে, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী ( দৈনিক মানবজমিন মিঠাছরাস্থ নিজ বাসায়, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা ( দৈনিক জনতা) মীরসরাই পৌরসভাস্থ নিজ বাড়িতে, নির্বাহী সদস্য শফিকুর রহমান ( প্রেস বিডি) বারইয়াহাটস্থ নিজ বাসায়, ক্রিড়া সম্পাদক কামরুল ইসলাম ( দৈনিক প্রতিক্রিয়া) করেরহাটস্থ নিজ বাড়িতে, সাংস্কৃতিক সম্পাদক রিপন গোপ পিন্টু ( পাক্ষিক খবরিকা) মিঠাছরাস্থ নিজ বাড়িতে, তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ার ইসলাম রনি (দৈনিক ভোরের ডাক) মীরসরাই উপজেলা সদরস্থ নিজ বাসায়, পাঠাগার সম্পাদক জাবেদ হোসাইন ( দৈনিক স্বদেশ প্রতিদিন ) বড়তাকিয়াস্থ নিজ বাড়িতে, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান জিতু ( দৈনিক খোলা কাগজ) ইছাখালীস্থ নিজ বাড়িতে সকলে এক যোগে নিরবতা পালন করে শহীদগনের পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় প্রেস ক্লাব কর্মকর্তাগন রাষ্ট্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে দূর্যোগকালীন সময়ে মীরসরাইবাসীকে ও ধৈর্য্যধারন করে একটি নিরাপদ সুসময়ের অপেক্ষায় সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।