রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সোমবার থেকে অবরোধ থাকছে না

oborodh_35664
নির্বাচন বাতিলের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে বলেন, “সোমবার সকাল ৬টা থেকে অবরোধ থাকছে না। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।”

তবে রোববার সকাল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঈদে মিলাদুন্নবীর জন্য সোম ও মঙ্গলবারের অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

দশম সংসদ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা। পরে শুক্র ও শনিবারের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে এর মধ্যে সহিংসতায় অন্তত ২১ জন নিহত হন, অগ্নিসংযোগ হয় শতাধিক ভোটকেন্দ্রে।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল ভোট হয়ে যাওয়ার পর তা বাতিলের দাবিতে অবরোধ অব্যাহত রাখে।

তবে ভোটের পর গত কয়েকদিনে গোলযোগ ছাড়াই চলছে অবরোধ কর্মসূচি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া জনজীবনের অন্যসব কর্মকাণ্ডও প্রায় স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার থেকে কয়েক রুটে আন্তঃজেলা বাসও চলেছে।

 

উৎস- বিডিনিউজ২৪

Leave a Reply