সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সীতাকুন্ডে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আবুল খায়ের, সীতাকুন্ড থেকেঃ

শিশু রাইফার মৃত্যু বৃথা যেতে পারে না। হাসি খুশি মেয়েটিকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে সে সব ডাক্তারদের বিচার করতে হবে। বন্ধ করতে হবে ম্যাক্স হাসপাতালের মত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন বিহীন সব হাসপাতাল। বিধান চৌধুরী, ডাক্তায় ফয়সালের মত চিকিৎসকদের কারণেই এখন এ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ চিকিৎসকরাও ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে প্রান বাঁচান। চিকিৎসাকে ব্যবসা নয় সেবা হিসেবে গ্রহন করতে হবে ডাক্তারদের। তবেই এ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্তা ফিরবে। আর নইলে জনগণকে সাথে নিয়ে এ আন্দোলন অব্যহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সীতাকু- প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। এদিন বেলা ২টায় পৌরসদরস্থ কলেজ রোড চত্বরে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংষ্কৃতিক কর্মী, ব্যবসায়ী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মী, শিক্ষক প্রতিনিধিসহ সর্বস্থরের জনতা। তারা সংহতি প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন। প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সীতাকু- পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউল আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, সাংষ্কৃতিক পরিষদের সভাপতি ও নারী নেত্রী সুরাইয়া বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ, সীতাকু- বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শিক্ষক নেতা জাহাঙ্গীর ভূইয়া, দীপক ভট্টাচার্য, প্রধান শিক্ষক জাফর সাদেক, বর্ণালী ক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মসিউদ্দৌলা, পূজা কমিটির সেক্রেটারী স্বপন কুমার বণিক, সাবেক সভাপতি অধ্যাপক রঞ্জিত কুমার সাহা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি নজরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কৃঞ্চ চন্দ্র দাস, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি তালুকদার নির্দেশ বড়–য়া, দৈনিক ডেসটেনি প্রতিনিধি আবুল খায়ের,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, ইত্তেফাক প্রতিনিধি দিদার হোসেন টুটুল, দৈনিক সংবাদ প্রতিনিধি দেলোয়ার হোসাইন, আরটিভি প্রতিনিধি সাইফুল মাহমুদ, আজকের সূর্যদয়ের প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, স্বপীœল চাইল্ড ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক আতাউল হাকিম আরিফ, মণীষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরুসহ আরো অনেকে।