রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাংবাদিকদের সাথে বারৈয়াঢালা জাতীয় উদ্যান সিএমসির মতবিনিময়

নিজস্ব  প্রতিনিধি : মীরসরাই, সীতাকুন্ড এবং চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বারৈয়াঢালা জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি। উন্নয়ন কোডেক এর সহযোগীতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম এন্ড লাইভলিহুড় (ক্রেল) প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে খৈয়াছরা ঝর্না এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার পূর্বে সাংবাদিকরা জাতীয় উদ্যান এলাকার আওতাধীন ছোটকমলদ সহ¯্রধারা ঝর্না এবং খৈয়াছরা ঝর্নায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
বারৈয়াঢালা জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ১২নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, সিএমসির কোষাধ্যক্ষ মাষ্টার আবদুল মজিদ, কোডেক ক্রেইল প্রকল্পের সাইট অফিসার অসীম বড়–য়া, জীবিকায়ন কর্মকর্তা মাহবুব হোসেন।


বারৈয়াঢালা জাতীয় উদ্যান সিএমসির সভাপতি সরওয়ার উদ্দিন বলেন, জাতীয় উদ্যান এলকায় যে সকল দর্শনীয় ঝর্না রয়েছে সিএমসির পক্ষ থেকে নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়েছে। খৈয়াছরা ঝর্নায় র‌্যাপ্লিং এন্ড জুমারিং, পর্যটকদের জন্য নান্দনিক কটেজ, পিকনিক স্পট, টুরিষ্ট গাইড সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ফলে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। এছাড়া সহ¯্রধারা ঝর্নায় পর্যটকদের জন্য তাবু, লেক পরিদর্শনের জন্য বোট সহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
কোডেক এর ক্রেল প্রকল্পের সাইট অফিসার অসীম বড়–য়া বলেন, জাতীয় উদ্যান এর আওতাধীন বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে আরো আকর্ষনীয় করতে সহ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহযোগীতা দিয়ে আসছে। পাশাপাশি বননির্ভর জানগোষ্ঠীদের বিকল্প জীবিকায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতেও কাজ করছে ক্রেল প্রকল্প।
এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মোস্তফা ইউসুফ, আজাদীর সীতাকুন্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ সীতাকুন্ড প্রতিনিধি নাছির উদ্দিন অনিক, সমকালের মীরসরাই ্প্রতিনিধি বিপুল দাশ, ইত্তেফাকের মীরসরাই প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, যায়যায়দিন মীরসরাই প্রতিনিধি রাজু কুমার দে, ভোরের কাগজ মীরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলোর মীরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন, ইনফো বাংলার মীরসরাই প্রতিনিধি ইমাম হোসেন প্রমুখ।