সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা’র ইন্টারনেট সাপ্তাহ উদযাপন

খবরিকা রিপোর্ট ঃ

মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ”প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই” এর ব্যতিক্রমী আয়োজন প্রচেষ্টা ইন্টারনেট সচেতনতা সাপ্তাহ ১৮ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১শে জুলাই থেকে ২৬ শে জুলাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহে। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাফী। তিনি জানান আগামী এক সাপ্তাহ ইন্টারনেট এর সুফল-কুফল, হ্যাকিং থেকে বাঁচার উপায়, অনিরাপদ সাইট থেকে দূরে থাকতে সাইবার নিরাপত্তা এবং অনলাইনে হয়রানি থেকে পরিত্রাণ এসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ টিম উপজেলার বিভিন্ন স্কুল সমূহে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। সংগঠন সূত্রে জানা যায়,তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ব্যবহার যেমন সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তেমনি এই ইন্টারনেট নানা ক্ষতিসাধন করছে কোমল মতি স্কুল শিক্ষার্থীদের। মূলত শিক্ষার্থীদের ইন্টারনেট অপব্যবহার না করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজন।

উল্লেক্ষ বিগত তিন বছর প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই উপজেলা ব্যাপী স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচেষ্টা ইন্টারনেট উৎসব আয়োজন করে আসছে। স্কুল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অনুরোধে ইন্টারনেট উৎসব বাদ দিয়ে ইন্টারনেট সচেতনতা সাপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির পরিচালনা পরিষদ।