সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহবাগে গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম-৭১-এর কর্মীদের সংঘর্ষ, আহত ৪

image_68971.dhaka-map

 

রাজধানীর শাহবাগে চেয়ারে বসাকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ ও প্রজন্ম-৭১-এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। একই সময় পাশেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম-৭১-এর কর্মীরাও আড্ডা দিচ্ছিলেন। এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম-৭১-এর কর্মীদের কাছে চেয়ারে বসার বিষয়ে জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের আবির ঘোষ ও শিশির গণজাগরণ মঞ্চের কর্মী আদনাত ও সনাতনের গায়ে গরম পানি ঢেলে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে চারজন আহত হয়। আহতদের মধ্যে আদনাত ও সনাতনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই ফেরদৌস।