রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোববার সারাদেশে সম্মিলিত ইসলামী দলের হরতাল

islami_162724
পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সদ্য অপসারিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করায় আগামী ২৬ অক্টোবর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দল।বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মওলানা জাফরুল্লাহ খান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান, বেধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা।
এর আগে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট। পরে আল্টিমেটাম ২২ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে তা না হলে ২৬ অক্টোবর হরতাল পালনের হুমকি দিয়েছিল ইসলামী সংগঠনগুলো।দ্বিতীয় দফা আল্টিমেটামের শেষ দিন তাদের পূর্বঘোষিত ২৬ অক্টোবর রোববারের হরতাল কর্মসূচি অক্ষুন্ন রেখে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যার এই হরতাল পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী দলগুলোর জোট নেতা  মওলানা জাফরুল্লাহ খান।