শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মোবাইলে সারচার্জের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

montrishova_30552

মোবাইল ফোনের কল ও অন্যান্য সেবার জন্য ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোনে কথা বলা ও অন্যান্য সেবার জন্য প্রতি ১০০ টাকায় এক টাকা সারচার্জ দিতে হবে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, যে সারচার্জ আরোপ করা হচ্ছে, সেটি পরিশোধ করবে মোবাইল অপারেটররা। তিনি জানান, হিসাব করে দেখা গেছে সারচার্জ বাবদ বছরে ১৪০ কোটি টাকা আয় হবে। সচিব আরও জানান, হিসাব অনুযায়ী, একজন সিম ব্যবহারকারী গড়ে মাসে ২০০ টাকা খরচ করেন। এই হিসাবে মাসে গড়ে দুই টাকা সারচার্জ হবে। সিম ও রিম কার্ডের জন্য এই সারচার্জ প্রযোজ্য হবে।