রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মোদির শপথে যোগ দিচ্ছেন নওয়াজ

pm-accepts-india_102887

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ তার ঘনিষ্ঠদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদের একটি সূত্র জানিয়েছে। এদিকে নওয়াজ শরীফকে আমন্ত্রন জানানোয় বিক্ষোভ করেছে বিজেপির সমমনা সংগঠন শিবসেনা। নওয়াজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে তিনি কয়েকবার আলোচনা করেছেন।এদিকে পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র তাসনিম আসলাম জানান, নওয়াজ শরীফের নয়াদিল্লি সফরের বিস্তারিত নিয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সারতাজ আজিজ নওয়াজের সফরসঙ্গী হতে পারেন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, ২৬ মে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে প্রশস্ত চত্বরে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে মোদি সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোদির শপথ অনুষ্ঠানে নওয়াজের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।