সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রীল্যান্স কর্মশালা ও ইফতার মাহফিল সম্পন্ন

2

এম.ইমাম হোসেন ঃ মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (১০জুন) বিকালে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে ‘ফ্রীল্যান্স সাংবাদিকতা ও অবাধ তথ্য প্রবাহ’ বিষয়ক কর্মশালা, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করা হয় স্মরণিকা ‘লিপিকার’ এর। কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রথম অধিবেশনের প্রধান অতিথী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তাক আহমদ। শুভ উদ্বোধনের পরই তাঁর প্রশিক্ষন প্রদানের পর প্রশিক্ষন প্রদান করেন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ জামশেদ আলম, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, সাবেক কৃষি কর্মকর্তা শাহ আলম, মীরসরাই কিন্ডার গার্টেনের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, আ’লীগ নেতা শেখ শহিদুন্নবী, জাফর ইকবাল, লেখিকা আনজানা ডালিয়া, কমিশনার নুরুন নবী, কমিশনার জয়নাল আবেদিন, শিক্ষানুরাগী বাছা মিয়া সারেং ও পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এবায়দুল হক প্রমুখ। এসময় মীরসরাই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রণজিত ধর, আনোয়ারুল হক নিজামী, এম নাছির উদ্দিন, আমিনুল হক, শরীফ উদ্দিন শিবলু, শাহ এমরান চৌধুরী, এম ইমাম হোসেন, রিপন গোপ পিন্টু, শাহাদাত হোসেন, কামরুল ইসলাম,রেজা তানভীর, সালমান হোসেন, বৃষ্টি বড়–য়া, তৌহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ‘লিপিকার’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।