রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিনিধি : দেশের সার্বিক পরিস্থিতির আলোকে আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী স্থগিত ঘোষনা করেছে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম। পরিস্থিতির আলোকে বরাবরের মত শহীদ মিনারে উপজেলা শহিদ মিনারে পুৃস্পস্তবক অর্পন এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে না এবার। তবে নিজ নিজ বাড়ী/বাসায় থেকে বৃহস্পতিবার সকাল ০৮.০০ ঘটিকায় ০১ (এক) মিনিট নিরবতা পালন করে সকল মুক্তিযুদ্ধের অবদানকারী ও স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাব বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মীরসরাই প্রেস ক্লাব -এর কর্মকর্তা/সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আরো জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত (হোম কোয়ারান্টাইন বা সেচ্ছায় গৃহবন্দী) হতে আমরাও বদ্ধ পরিকর। তবে, যেহেতু সাংবাদিক/গণমাধ্যমকর্মীরা সরকারেরই একটা অংশ তাই জরুরী প্রয়োজনে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এমতাবস্থায়, সরকার নির্ধারিত সকল নিয়মকানুন মেনে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহবান জানাই। এই সময় মীরসরাই প্রেস ক্লাব কার্যালয়, পাক্ষিক খবরিকা কার্যালয়, মাসিক দূর্বার কার্যালয়, চলমান সংবাদ কার্যালয়, বড়তাকিয়া নিউজ টুয়োন্টফোর কার্যালয়, ছড়ার আসর কার্যালয় এ সকলের আসা যাওয়া সীমিত করা হয়েছে। এছাড়া সকল গণমাধ্যম প্রতিনিধিদের নিরাপদে ( বাড়ী / বাসা) থেকে অনলাইনে দায়িত্ব পালন করবেন। আবার জাতীয় প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিগন ও নিজ নিজ বাসায় থেকে সংবাদ পরিবেশন করবেন।