মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই ইকোনোমিক জোনে প্রশাসনিক ভবন উদ্বোধন

1441255_n

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ইকোনোমিক এর ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইকোনোমিক উক্ত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন বিদ্যুত প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মূখ্যসচিব।
এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরীর সঞ্চালনায় এক সুধি সমাবেশে  প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবুল কালাম আজাদ ও বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবগন চট্টগ্রামের মীরসরাইয়ের উক্ত অর্থনৈতিক এলাকায় কর্মরত দপ্তর গুলোর কাজের অগ্রগতির বিবরণ জেনে তাদের বিভিন্ন সমস্যা তাৎক্ষনিক সমাধান প্রদান করেন। এছাড়া দ্রুত অবশিষ্ট কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার পরামর্শ প্রদান করেন। এসময় বক্তব্য প্রদানকালে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন এই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিন। উন্নয়নের মহাসড়কে নৌকার কোন বিকল্প নেই বলে সকল মীরসরাইবাসীকে নৌকার স্বপক্ষে থেকে এই মহা উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবুল কালাম আজাদ এর সাথে ১২ জনের একটি প্রতিনিধি দল ইকোনোমিক জোনে এসে পৌঁছ হয়। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব  মেছবাহ উল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান মনোয়ার হোসেন , বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ  চেয়ারম্যান পবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব আশোক মাধব রায়, জ্বালানী ও খানিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহম্মদ, সার্পেট টু ক্যাপসিটি বিল্ডিং অব বেজা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হারুনুর রশিদ, বেজা নির্বাহী বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ আইয়ুব, প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রায়ন-২ এর প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিন, বেজা নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব নাসরিন আলম সাথী, বেজা প্রকল্প সোশাল শেপসালিষ্ট মোঃ আব্দুল কাদের খাঁন, চট্টগ্রামের জেলা প্রশাসক সামছুল আরেফিন, মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন প্রমুখ।  সুধি সমাবেশের প্রাক্বালেই অতিথীবৃন্দ দোয়া মোনাজাত ও ফলক উম্মোচনের মধ্য দিয়ে প্রকল্প এলাকায় ২৬ কোটি ১২ লক্ষ টাকা বাজেটে নির্মানাধিন প্রশাসনিক ভবন এর ফলক উম্মোচন করেন।