সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সহ্রাধিক রোগীকে এই সেবা দেওয়া হয়।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত আলী; নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ারুল আজিম; গাইনী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ জেসমিন আক্তার; চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মামুনুর রশীদ চৌধুরী; সার্জারী বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ কুমার নাথ। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিঃ এর সৌজন্যে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পরিদর্শন করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মোঃ ইসমাঈল খান। সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মির আলী আকবর, মাস্টার গিয়াস উদ্দিন, এম. শাহজাহান, সিরাজ উদ দৌলা, শহিদুন্নবী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, জাফর উদ্দিন, সাধারণ সম্পাদক প্রবাল ভৌমিক, মেজবা উদ্দিন বাবু, মাইনুল ইসলাম মিল্টন প্রমুখ।