শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ আটক-১

 

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এসময় একটি মিনি কাভার্ডভ্যান সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নুরুল হুদা (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মঠুয়া গ্রামের নুরুল আলমের পুত্র। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টায় জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট থেকে একটি কাভার্ডভ্যান সহ শাড়িগুলো উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, মঙ্গলবার ভোরে তাদের কাছে একটি ভারতীয় শাড়ি চালানের গোপন সংবাদ পেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। পরে সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো-অ-১১-২০-৫০) ধাওয়া করে বিএসআরএম গেইট এলাকায় আটক করে। এসময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। পরে গাড়ির চালক নুরুল হুদা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।