সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে দুর্বার বিতর্ক উৎসবের অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত দুর্বার বিতর্ক উৎসবের উদ্বোধন গতকাল ৩১ মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার আটটি কলেজের অংশগ্রহণে আয়োজিত তিনদিনব্যাপী এ বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী। এ বিতর্ক উৎসবে বিচারক প্যানেলে বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ও দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আহমেদ কুতুব। অতিথি বিচারক হিসেবে প্রথম রাউন্ডে উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনে কবি ও কথাসাহিত্যিক কাইয়ূম নিজামী, দ্বিতীয় অধিবেশনে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু, তৃতীয় অধিবেশনে বাংলা একাডেমীর সহকারী-পরিচালক (প্রেস), লেখক ও গবেষক আহমদ মমতাজ, চতুর্থ অধিবেশনে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি, বিশিষ্ট চিকিৎসাবিদ ও শিক্ষানুরাগী ডা. জামশেদ আলম আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ’লীগের মীরসরাই উপজেলার সভাপতি শেখ আতাউর রহমান, লেখিকা রাহিন নাসরিন, ১১নং মঘাদিয়ার সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই,প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংবাদিক রণজিত ধর, এম মাঈন উদ্দিন সহ প্রমুখ।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজকে হারিয়ে জয় লাভ করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় রাউন্ডে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজকে হারিয়ে জয় লাভ করেন বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ, তৃতীয় রাউন্ডে জোরারগঞ্জ মহিলা কলেজ হারিয়ে জয় লাভ করেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, চতুর্থ রাউন্ডে প্রফেসর কামাল উদ্দীন কলেজকে হারিয়ে জয় লাভ করেন বারইয়ারহাট ডিগ্রী কলেজ।