রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে সমাজসেবা অফিসার জসিম উদ্দিনকে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মীরসরাই উপজেলায় দীর্ঘ ১১ বছর কর্মরত থাকা উপজেলা সমাজ সেবা অফিসার মো. জসীম উদ্দিনের নোয়াখালী জেলায় সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক পদে পদোন্নতিজনীত বদলীতে নাগরিক সংবর্ধনা দিয়েছে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা। গত ৩০ জুন (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলার নবনির্মিত অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

নাগরিক সংবর্ধনার আহবায়ক ও শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, সদস্য সচিব ও দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দিন এবং যুগ্ন আহবায়ক ও প্রজন্ম মীরসরাইয়ের সভাপতি রাজীব দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ছিলনা কোন সভাপতি, কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি। উপজেলা জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মুসলিম উদ্দিনের পবিত্র কোরআন থেকে তিলওয়াত এবং রিপন দাশের গীতাপাঠ ও হৃদয় বড়ুয়ার ত্রিপিটক পাঠের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন মীরসরাই উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পীরা। জসীম উদ্দিনের জীবনী পাঠ করেন সাংবাদিক এনায়েত হোসেন মিঠু।

উক্ত নাগরিক সংবর্ধনায় জসীম উদ্দিনের বিগত ১১ বছরের কর্মকাণ্ডের স্মৃতিস্মারণমূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন, মীরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম, আখাউড়া শুষ্ক ও স্থুল বন্দরের সহকারী কমিশনার ও বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ্ এণ্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স আ্যাসোসিয়েশনের (বাকএভ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, কেডিএস গ্রুপের সিইও কামরুল হাসান এফসিএ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম, ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ৯নং মীরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন আহমদ চৌধুরী, ৭নং কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, ১১নং মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ৭নং কাটাছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার মাষ্টার রফিকুজ্জামান, মীরসরাই থানার ওসি (তদন্ত) মো. জাকের হোসেন, বারইয়ারহাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র নাথ, বান্দরবনের লামা উপজেলার প্রকৌশলী রবিউল হোসেন, মীরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পূষ্পেন্দু বড়ুয়া, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যাপক নাসির উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদা আক্তার মুন্নি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মীরসরাইয়ের সিনিয়র সাংবাদিক মাসিক মীরসরাই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শারফুদ্দিন কাশ্মীর, কবি মাহমুদ নজরুল, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি আরিফ চৌধুরী, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার নির্বাহি সভাপতি সাংবাদিক নুরুল আলম,কমর্ফোট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের মীরসরাই প্রতিনিধি বিপুল দাশ, পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, চলমান মিরসরাই পত্রিকার সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক মাহফুজুল আলম, প্রজন্ম মীরসরাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি মো:ইউনুচ নূরী, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংবাদিক রণজিৎ ধর, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, সাংবাদিক এম. মাঈন উদ্দিন, রাজীব মজুমদার, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

এতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ হচ্ছে শান্তিনীড়, দূর্বার প্রগতি সংগঠন, অভিযান ক্লাব, প্রজন্ম মীরসরাই, ফাতেমা পল্লী শিক্ষা ও স্বাস্থ্য, তারুণ্য সংঘ, জনতার রক্তের সেবায় আমরা, সেতু সংগঠন, অদম্য-২০০৫, অদম্য অয়েলফেয়ার ফাউণ্ডশেন , সৃজন সংঘ, দক্ষিণ আমবাড়ীয়া সংস্থা, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, আদর্শ বন্ধু ফোরাম, উদ্দীপন ক্লাব, তাইফা, ইউসাম, সমমনা সংঘ, মুক্তি ফাউন্ডেশন, হিতকরী, উদয়ন ক্লাব, কমর্ফোট হাসপাতাল, সৈয়দপুর সমাজকল্যাণ এসোসিয়েশন, রংধনু ক্লাব, দীপ জ্বেলে যাই, ফ্রেণ্ডশীপ ৯৮, ইউনাইটেড ক্লাব, নির্বাণ সংঘ, অপকা, বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখা, মীরসরাই স্পোটিং ক্লাব, ঝংকার, অন্তরঙ্গ মিঠানালা, সোনালী স্বপ্ন, বীণাপানি সংগঠন, শেখ ইব্রাহিমটোলা তরুণ সংঘ, শতাব্দী ক্লাব, মীরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরাম, প্রবীণ মেলা, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, নবজাগরণ ক্লাব, বিজলী ক্লাব, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ (দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়), সোপান, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, মিঠানালা ডিলিজেণ্ট ক্লাব, উপকূল। এছাড়াও প্রচেষ্টা ছাত্র পরিষদ, সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ, রক্তের বন্ধনে মীরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাই, জাগ্রত প্রতিভা, মীরসরাই গণ পাঠাগার, সাংবাদিক কল্যাণ সংস্থা বাংলাদেশ ইলেকট্রিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ, সুদিনকাল, বিপ্লব সংঘ, যুব উন্নয়ন সংঘ সহ মীরসরাইয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধারাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংগঠনের পক্ষে প্রতিনিধিদের ও বিশিষ্টজনদের স্মৃতিচারণ শেষে আবেগগণ বক্তব্য প্রদান করেন সংবর্ধিত জসীম উদ্দিন। নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে। তার কর্মময় জীবনের বিভিন্ন চাওয়া পাওয়ার তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে তাদের কার্যক্রম ধরে রাখার অনুরোধ করেন। আলোচনা শেষে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার এবং বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, মো. জসিম উদ্দিন একজন খ্যাতনামা সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০০৬ সালের ১৯ অক্টোবর তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে মীরসরাইয়ে যোগদান করেন। ২০০৮ সাল থেকে পার্শ্ববর্তী উপজেলা সীতাকুণ্ড এবং স্বন্দ্বীপ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদে যোগদানের পর থেকে এখানকার তরুণ সংগঠক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ যোগসূত্র স্থাপন করেছেন মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা গঠণের মাধ্যমে। তাঁর মহত্ব, উদারতা ও সততা মানুষকে আবেগাপ্লুত করেছে। ২০১৬ সালে দেশের শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার পুরস্কার লাভ করেন। তাঁর দায়িত্ব মেয়াদে মিরসরাই উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমে বাংলাদেশে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।