রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ জুন বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ১৯৪৭ সালে স্থাপিত এই বিদ্যাপীঠটির প্রথম পুণর্মিলনী ৭২ বছর পর এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শিক্ষক সংবর্ধনা, মধ্যহ্ন ভোজ, র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ৯৯ ব্যাচের শিক্ষার্থী এস এম গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটিয়া সরকারি কলেজ এর সহকারি অধ্যাপক সাইফুল করিম, এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এর প্রভাষক হুমায়ূন কবির, বিশেষ বক্তা হিসেবে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ হোসেন প্রমুখ। পরে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সাবেক শিক্ষক আশুতোষ দাশ, চন্দ্র শেখর পুরোহিত, তপন কান্তি সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে ৯৯ ব্যাচের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রিয় ক্যাম্পাসে এসে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতির পাতায় হাতড়ে বেড়ান সহপাঠীদের সাথে কাটানো সেই মধুর স্মৃতিগুলো। পরে আনন্দ র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।