রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Jpeg

Jpeg

নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৮মে সকাল ১১টা মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মফিস উদ্দিন আহম্মদ এবং সঞ্চালনা করেন সহকরী প্রধান শিক্ষক নাসির উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আই.টি বিশেষজ্ঞ, উত্তর জেলা আ’লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ছেলে সৈয়দ মোঃ এহতেশামুল হক শাহরিয়া, ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুল হক (জুনু মেম্বার), ১৩নং মায়ানী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশীদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আজিজ উদ্দিন ভুঁইয়া,রফিকুল ইসলাম, দাতা সদস্য সৈয়দ মোঃ গিয়াস উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বর্তমান সাবেক সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথি জনাব রুহেল বিদ্যালয়ের নব-নির্মিত স্কুল ভবন উদ্বোধন করেন।

প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে পড়ালেখার কোন বিকল্প নাই। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী প্রজন্মকে বিশ্বকে নেতত্ব দিতে হলে আই.টি উপর বিশেষ জ্ঞানের উপর গুরুতারোপ করেন। তিনি লাইব্রেরী উন্নয়ন এর জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।