শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

image-2_128572

মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ২২টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৫০ রাউন্ড কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দু’গ্রুপের নেতা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হান্নান ও শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানসহ মিজান শেখ, টোকন মোল্ল্যা, রাকিব হাসান ও জানো বিশ্বাসকে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হান্নান ও শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলছে। এ সূত্র ধরে বুধবার সন্ধ্যায় মশিয়ারের সমর্থকরা হান্নান গ্রুপের সোনা মোল্লাকে বাড়ি ফেরার পথে শ্রীপুর ঈদগাহ এলাকায় কুপিয়ে আহত করে। এতে ক্ষুব্ধ হয়ে হান্নান গ্রুপের সমর্থকরা ওই রাতেই মশিয়ার গ্রুপের তপুর আলীর দোকানে হামলা চালিয়ে তপুর আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা সদরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ২২টি বাড়িতে হামলা ভাংচুর লুটপাট হয়।পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে।