রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মংলা বন্দরে ৩ নম্বর সংকেত

image_89672.weather

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মংলা বন্দরসহ সুন্দরবন উপকুলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে মংলা বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য বোঝাই-খালাসকাজ ব্যাহত হচ্ছে। তবে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবেই মূলত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরো দুই দিন থাকতে। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় আজ দিনভর বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়ও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ সকাল ৯টা থেকে গত ১২ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই সময়ে যশোরে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি এখন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। আরো দুই দিন বৃষ্টি থাকবে। ফলে স্বস্তির বৃষ্টির বিলাসী আচরণের কারণে আরো দুদিন মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতেই হবে।