সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিধ্বংসী করোনা : চন্দনা চক্রবর্তী

নিষ্টুর এই পৃথিবীতে,
তিল পরিমান জায়গা খালি নেই
করোনার থাবা থেকে,
কি হবে ! কি হবে!
বিশ্ব যে আজ বড্ড অসহায়,
মায়া মমতা ভালোবাসা আজ
স্পর্শহীনতার কবলে,,
বন্ধি জীবন, বন্ধি ভালোবাসা,
ভালোবাসার পৃথিবী আজ

করোনার থাবায়,
হারিয়েছে ভাষা,
নিস্ব পৃথিবীর, নিষ্টুর পরিনতি,
,,,,আরো,,,,
একবার মনে করিয়ে দেয়,
কবি,
সুকান্ত ভট্টাচার্যের দুইটি চরন,,,,,
” ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় ”
” পুণিমার চাঁদ যেন ঝলসানো রুটি “