রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, পথচারী সহ আহত-৩

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় তার সহপাঠিসহ ৩জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী মামুন জানান, সকাল সাড়ে ১১ টার সময় বারইয়ারহাট ডিগ্রি কলেজের কয়েকজন ছাত্র মসজিদ গলির মুখ হয়ে মহাসড়ক পারাপারের সময় ফেনী থেকে ছেড়ে আসা চট্টগাম মুখি স্থানীয় একটি আনন্দ সুপারের বাস (ফেনী ঝ-০৫-০১১০) তাদের ধাক্কা দেয়। এতে তারা সবাই সড়কের উপর সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজন নিহত হয় বলে চিকিৎসক জানান। নিহতের নাম মো. সাঈদ (১৯) সে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের মো. হানিফের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, তার সহপাঠি জামালপুর গামের জাহাঙ্গীর আলমের ছেলে সজীব (১৯), গুরুত্বর আহত উত্তর সোনাপাহাড় গ্রামের তোতা মিয়ার ছেলে তমাল (১৯) একই এলাকার আলমগীরের ছেলে পথচারী মো. সোহেল (২০)। তমালকে স্থানীয় হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় বাসটিকে প্রত্যক্ষদর্শীরা আটক করলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনার প্রতিবাদে বারইয়ারহাট কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার উপযুক্ত বিচারের আশ^াস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই আলমগীর কবির বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হয়েছে। চালক ও তার সহকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, পথচারী সহ আহত-৩