শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ তিস্তায় খুবই কম পানি পাচ্ছে : পানিসম্পদমন্ত্রী

image_66513.barrister anisul islam mahmud jatiya party presidium4
বাংলাদেশ তিস্তায় কম পানি পাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পানি ব্যবস্থাপনার ইস্যুগুলো নিয়ে ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ সাউথ এশিয়া’র সহায়তা ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ এর আয়োজনে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানিমন্ত্রী।মন্ত্রী বলেন, তিস্তায় বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে। অন্য বছরের তুলনায় এবার আরো কম পানি পাচ্ছি আমরা। তবে তিস্তায় বাংলাদেশ কী পরিমাণ পানি কম পাচ্ছে, এ ব্যাপারে কিছু বলেননি পানিসম্পদমন্ত্রী।মন্ত্রী বলেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাহলে প্রতিবেশীরাও ভালো থাকবে না। বাংলাদেশের ভালো থাকাটাই প্রতিবেশীদের বড় নিরাপত্তা।বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদসচিব জাফর আহমেদ খান বলেন, রাজনৈতিক স্লোগানের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পানির মতো একটা জটিল বিষয়ে স্লোগান সর্বস্বতার ওপর নির্ভর করা চলে না। এখানে বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমাদের ৫৪টি অভিন্ন নদী আছে। কিন্তু এসব নদী সম্পর্কে আমাদের একে অন্যের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এগুলোর সঠিক ব্যবস্থাপনার জন্য তথ্যের আদান-প্রদান জরুরি।তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমার চেয়েও আপনারা ভালো জানেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ভারতে এ মুহূর্তে নির্বাচন চলছে। সেখানে নতুন সরকার আসবে। এ কারণে আমরা এই ইস্যুগুলো নিয়ে কথা বলছি না। তবে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক সফরে প্রশ্নগুলো তোলা হয়েছে।