সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেসবুকে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ

রাজিব মজুমদার, মীরসরাই ॥
মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল করিম মাষ্টারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপি নেতা বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান “মো. নুরুল আমিন চেয়ারম্যান সমর্থক গোষ্টি’ আইডি থেকে বিভিন্ন কুরুচি পূর্ণ ও অশালীণ অপপ্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এভাবে একজন পরিচ্ছন্ন উদীয়মান রাজনীতিকের বিরুদ্ধে বিএনপির অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করে। আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাষ্টার শাহকালা (রাঃ) বিদ্যা নিকেতন, রাবেয়া খাতুন নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকায় দানবীর হিসেবেও পরিচিত।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাষ্টার জানান, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিএনপি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করছে যা নিন্দনীয়। আমার নেতা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে এই ইউনিয়নের আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি যা তাদের (বিএনপি’র) জন্য ঈর্ষণীয়। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে অপপ্রচারে নেমেছে। ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।