মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেরিওয়ালা :: আমিনুর রহমান প্রামাণিক

নির্ঘুম রাত মগজে হানে ঘুণপোকা
কবিতার গোলাঘরে অকারণে দিই টোকা

গৃহস্থ হতে চেয়ে হয়ে গেছি ফেরিওয়ালা
অকারণে হাঁক ডাক শিখে গেছি ছলাকলা

শীত বসন্ত কিংবা ফেরি করি শারদাকাশ
ফেরি করি রোদ ঝড় বৃষ্টির বারোমাস

হাসিখুশী ভরা উঠোন রেখেছি রঙীন
রেখেছি আষাঢ় মন মাতানো রাতদিন

গল্প – নাটক – ইতিহাসও আছে ঢের
লাল নীল হলুদ ভালোলাগা রকমফের

কি নেবে তুমি? রাত ভরা ঘুম নেবে?
স্বপ্ন সাজানো আছে মন ভরা উৎসবে

ফুল চাও তাও দিতে পারি টেকসই
সুবাস ভরা, নিষ্পাপ শিশুদের হৈচৈ

সাঁঝের আকাশ বেলা শেষের আয়োজন
দিতে পারি আরও ধ্যানমগ্ন তপোবন

নেবে নাকি কেউ সাত রাজার ধন অশেষ
বলবো না স্টক সীমিত,উর্বর বাংলাদেশ।