শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি

68827_74_128509

ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা।আর ফাঁকা রাজধানীতে প্রায় প্রতিবছরই কোন চুরি ছিনতাই বা ডাকাতির ঘটনা শোনা যায়। তবে এবারের ফাঁকা ঢাকার নিরাপত্তা বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এ লক্ষ্যে রাজধানীতে বিট পুলিশ, কমিউনিটি পুলিশ, সিভিল পুলিশ এবং নিয়মিত পোশাকধারী পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।পুলিশের তরফে জানানো হয়, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যাতে ঈদ উদযাপন হয় সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজধানীর প্রতিটি এলাকায়, মহল্লায় বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এছাড়াও ব্যাংকমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ডিএমপির হিসাব অনুযায়ী নগরীর প্রায় ৫০ লাখ লোক ঢাকার বাইরে চলে গেছে। এতে প্রায় ১০ লাখ বাসা খালি হয়েছে। এসব বাসার নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। এজন্য পুলিশ সদস্যদের ছুটি স্থগিত করা হয়েছে। খুব অল্পসংখ্যক পুলিশ সদস্যদের ছুটি দেয়া হয়েছে। অধিকাংশ পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।এছাড়াও বাসা-বাড়ির নিরাপত্তায় সমাজকল্যাণ সমিতি ও বাড়ির মালিক সমিতিসহ এ ধরনের বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থানার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকা এবং মার্কেটে সিসি ক্যামেরার মাধ্যমে সর্বদাই পুলিশ নজরদারিতে রয়েছে। এসব এলাকায় বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।