সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥

মীরসরাইয়ের সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই’র আয়োজনে উপজেলার ৪ টি ভেন্যুতে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে ৭ম তম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক রাজিব মজুমদার, প্রধান পরীক্ষক মো. ইউনূচ নূরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মামুনুর রশিদ মামুন, পরীক্ষা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, প্রধান সমন্বয়ক নূপুর দাশ, সচিব মো. রিফাত, কেন্দ্র সচিব রিপন দাশ, পরিচালকবৃন্দ মো. দেলোয়ার হোসেন, মো. নূরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, রাজিব চন্দ্র দাশ, সদস্য রাহুল দাশ, জিকু দাশ, জুয়েল দাশ, ফিরোজ আহম্মেদ প্রমুখ।