শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পেঁয়াজের রফতানি মূল্য ৫০০ ডলার নির্ধারণ করলো ভারত

images_117965

ভারতের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার অজুহাতে রফতানি মূল্য ৬৭ শতাংশ বাড়িয়েছে ভারত। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে।জিনিউজ জানায়, বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পেঁয়াজের রফতানি মূল্য বাড়ানোর কথা জানায়। এর আগে গত ১৭ জুন টন প্রতি পেঁয়াজের রফতানি মূল্য দেড়শ ডলার থেকে ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছিল। প্রতি বছর প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন টন পেঁয়াজ রফতানি করে ভারত।ভারত পেঁয়াজের রফতানি মূল্য বাড়নোর কারণে বাংলাদেশেও পণ্যটির দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমনিতেই রমজানকে পুঁজি করে পেঁয়াজের দাম কেজিতে ১০টাকা বেড়েছে। ভারত থেকে নতুন পেয়াঁজ আমদানি না হলেও সপ্তাহের ব্যবধানে ২২ টাকার পেয়াজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় নতুন আমদানি মূল্য নির্ধারন করায় পেয়াজের দাম আরেক দফা বাড়বে। কারণ বাংলাদেশে পেয়াজের উৎপাদন সাম্প্রতিক সময়ে বাড়লেও এখনও ভারত মায়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয়। আমাদনি নির্ভর হওয়ায় এবারও পেয়াজের দাম দ্বিগুণ হয়ে যাবার আশংকা সৃষ্টি হলো ভারত সরকার রফতানি মূল্য বৃদ্ধির কারনে। উল্লেখ্য বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ১০ লাখ মেঃ টন। এরমধ্যে দেশেই উৎপাদিত হয় ৭ লাখ টন। প্রতি বছর ৩ লাখ মেঃ টন পেয়াজ আমদানি করে চাহিদা মেটাতে হয়।