শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পারভীন লিয়া’র দুটি কবিতা # অপরাধী ভেজা চোখ # তুমি কি আমার ছিলে

পারভীন লিয়া’র দুটি কবিতা

অপরাধী ভেজা চোখ”
—————————–
আমি তোমাদের সেই চিরচেনা অভিমান,,
ব্যাথা ভরা কষ্টের অবহেলার অভিযোগ,,
আমি তোমাদের অপরাধী ভেজা চোখ,,
তোমাদের সেই চিরচেনা বিদায়ের নত মুখ,,
হৃদয়ে প্রেম দেয়না দোলা আর যুদ্ধে সর্বনাশ,,
আমি তোমাদের সেই চিরচেনা প্রিয় দীর্ঘশ্বাস,,
বিষাদের মনে প্রণয়ের নেই কোন অঙ্গীকার,,
বিশ্বজয়ী মানবীর মনবসন্তে ফুরালো গন্ধভার,,
আমি তোমাদের সেই চিরচেনা অভিমান,,
ক্লান্ত প্রাণ, হৃদয়ের সংগ্রামে ক্ষীপ্ত অভিযান,,
খোঁজিনা তো আর কোথাও কোন ঠিকানা,,
তোমাকে ভুলে যাওয়া এখন ভিতর থেকে মানা,,
অস্থির অভিযোগ ভবিষ্যতের পথে হলো চলা,,
জীবনের গল্পে নিজের মতো অন্যরকম কিছু বলা,,
বুঝিনা কোন কিছুই কেনো ক্ষদ্র হলো অন্তরাল,,
নিবে কি আবার চিনে নিজের করে চিরকাল,,
শূণ্যতার বুকে আজ তৃষ্ণা কেনো ভালোলাগায়,
অনিশ্চয়ের আঁধারেও তৃপ্তি আমার ভালবাসায়।

তুমি কি আমার ছিলে
—————–
কার নির্দেশে তুমি এতটা
নিষ্ঠুর আরো বদলে গেলে?
শয্যার শিয়রে বসে অনাকাঙ্খিত
সেদিনও তুমি কেঁদেছিলে।
একাকী নিঃস্ব প্রহর কাটে এখন
সুদীর্ঘ বিষণন্নতায় বেহিসেবি,
ছুঁয়েছিলে মুক্ত হাতে মনে কি পড়ে
উৎসবে আমায় সেই কবে?
তোমার বুকের ছোট্ট হৃদয় জানি
নিঃশেষিত হয় ক্ষণে ক্ষণে যন্ত্রণায়,
আমার প্রলম্বিত কষ্ট আঁধার এখন
কাটে তোমার বোবা কাঁন্নায়।
আতঙ্কে কেঁপেছিলো মায়ামগ্ন পৃথিবীটা
সেদিন কিছু দীর্ঘশ্বাসের লজ্জায়,
উপকারী উপলক্ষ কোন আয়োজন
কাজে আসেনি শেষ সজ্জায়।।