শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী

নিজস্ব  প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী সকালে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে উদ্বোধন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।
গত ২৮ ফেব্রুয়ারী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক আইনুল কবির এর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ আবু নছর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভুমি কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আমিনুল রসুল, প্রভাষক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সহকারী আবু জাফর সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবু জাফর মেম্বার, মীর কাশেম মেম্বার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হুমায়ন কবির বাবুল, আলী হোসেন, সামছুদ্দিন সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য সহ মোট প্রায় ৫০টি প্রতিযোগিতা অংশগ্রহন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন প্রতিযোগিতায় অংশগ্রহন করি বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।