শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নৌপথে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

image_112778.helicopter_113457768

আপনজনের সঙ্গে ঈদ শেষে আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বৃহস্পতি ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও শনিবার ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায় নৌপথে রাজধানীতে প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনালে। অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-একদিন আগেও ঢাকায় ফিরেছেন। রবিবার অফিস-আদালত খোলা আর তাই ছুটির শেষ দিন শনিবার ভোরেই ভিড় সবচেয়ে বেশি। ঈদের ছুটি শেষে নৌপথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।নৌপথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের নিরাপত্তা দেওয়া, লঞ্চের অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকানো এবং লঞ্চের দুর্ঘটনারোধে বিআইডব্লিউটিএ এ ব্যবস্থা গ্রহণ করে।বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক জুলফা খানম বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নেই ঢাকায় ফিরছে। রবিবারও মানুষ নিরাপদেই ঢাকায় ফিরতে পারবে বলে আশা করেন বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা।