রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন করতে হবে : ড. আকবর আলি

image_66946.akbar-ali_khan

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে দেশের সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও পুনর্গঠন করতে হবে।আজ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার অডিটরিয়ামে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক আন্দোলন বিষয়ক সংগঠন গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করেন।ড. আকবর আলি খান বলেন, যদি রাজনৈতিক দলগুলোর পুনর্গঠন করা না হয় তাহলে সংবিধানে যাই লেখা থাকুক না কেন তারা নিজেদের মতো করে ক্ষমতার প্রয়োগ করবে।সংবিধান সংশোধন সম্পর্কে আকবর আলি খান বলেন, দেশে এর আগে সংবিধানে অনেক চমকপ্রদ সংশোধনী আনা হয়েছে। এতে কোনো কাজ হয়নি, মানুষেরও কোনো কাজে আসেনি দেশেরও কোনো কাজে লাগেনি। কারণ সংবিধান যারা পরিচালনা করেন তাদের উপর অনেক কিছু নির্ভর করে। তারা সেটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। যদি সংবিধানে লিখা না থাকে তবুও যারা দেশ শাসন করে তাদের যদি ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছা থাকে তাহলে কোনো সমস্যা হয় না। সবকিছু সঠিকভাবে পরিচালনা সম্ভব। তিনি আরো বলেন, সংবিধান সংশোধন করতে চাইলে দেশের ৯ কোটি ভোটারের ৫-৬ কোটি ভোটারের সমর্থন লাগবে। চাইলেও শুধু সংবিধান সংশোধন করা যাবে না। এর পক্ষে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। আর সংবিধান সংশোধন করতে হবে দেশের পটভূমির পরিবর্তন অনুযায়ী। এ সংশোধনে মাধ্যমে যদি জনগণের প্রতিফলনের ব্যবস্থা থাকে তাহলে সংশোধন ফলপ্রসূ হবে।আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক ও সংগঠক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান খান, আশা বিশ্ববিদ্যালয় প্রভাষক জামিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান।

উৎস- কালেরকন্ঠ