শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশজুড়ে বইছে মৃদু শ্বৈতপ্রবাহ

201412181647

ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে দেশব্যাপী জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। উত্তরের জেলাগুলোতে এর প্রবণতা একটু বেশি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,‘ উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে এর প্রভার দুই এক দিনের বেশি থাকবে না।’ আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুর, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, ফরিদপুর, যশোর, সৈয়দপুর ও রংপুরে বৃহস্পতিবার থেকে মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে ঢাকায় কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডা বাতাস থাকলেও এখনো শ্বৈতপ্রবাহের কোন সম্ভানা নেই। ঢাকায় আজকে সর্ব নিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘দেশের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হলেও তা তীব্র আকার ধারণ করবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্বৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডিসেম্বরে ঢাকায় শ্বৈতপ্রবাহের সম্ভাবনা নেই।’