রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তাজরিন ট্রাজেডি : মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

tajrim-md

 

পোশাক শিল্প গ্রুপ তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন ও তার স্ত্রী চেয়ারম্যান মাহবুবা আকতারসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা (সিআইডি-পুলিশ) মহসিন উজ জমান খান ১৩ জনকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ- এর আদালতে এ অভিযোগপত্র দাখিল  করেন।তাজরিন ট্রাজেডির মামলায় সাতজন আটক এবং পাঁচজন পলাতক রয়েছেন।অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত এবং দেড় শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।

Leave a Reply