শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে

rafiqul_146675

আন্দোলনের মাধ্যমে সরকারকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের আলোচনায় তিনি বলেন, সরকারকে নির্বাচনে বাধ্য করার আন্দোলন অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে।স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয় কর্মজীবী দলের আলতাফ হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপি নেতা বলেন, অনেকেই প্রশ্ন করেন, বিএনপি রাজনীতি কোনো পথে? আন্দোলন করে বিএনপি আসলে কিছুই করতে পারবে? কিন্তু আমার এবং বিএনপির সব নেতাকর্মীদের বিশ্বাস, বেগম জিয়া কৌশলগত কারণে এখন কিছুই বলছেন না।এদিকে একই সময়ে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর মহিলা দলের এক আলোচানা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, গণআন্দোলনকে ভয় পেয়ে এখন হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে এই অবৈধ জনবিচ্ছিন্ন সরকার। তিনি বলেন, দুঃশাসনের দেশ চলছে, সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জর্জিরিত করা হচ্ছে।