শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম

 

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।দেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।মানুষের জানার চাহিদা মেটাতে অনলাইন সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করছে।সাংবাদিকেরা মেধা শ্রম দিচ্ছে। পদে পদে সাংবাদিকেরা শ্রম বিনিয়োগ করলেও ক্ষেত্র বিদেশে তারা বঞ্চিত হচ্ছেন।আর্ন্তজাতিক শ্রমিক দিবসে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন এই সব কথা বলেন।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি হলে এক আলোচনা সভা গত ১লা মে অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আফছারুল আমিন এমপি ।

কাজী হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক পূর্ব দেশ‘র সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, সাধারণ সম্পাদক- কেন্দ্রীয় শ্রমীক লীগ মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক -জাতীয় শ্রমীক লীগ চট্টগ্রাম মহানগন মুহাম্মদ নরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামি ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোসেন,চ্যানেল কর্নফুলি এর চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, ঢাক দিয়ে যাইয়ের জাকির হোসেন, রেজাউল করিম,
চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আর রবি, যুগ্ন সাধারণ সম্পাদক এন এ খোকন, অর্থ সম্পাদক খোরশেদ আলম সোহেল, প্রচার সম্পাদক, এস ডি জীবন, সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক যায়িদ মুহাম্মদ তারিক নির্বাহী সদস্য পলাশ চৌধুরী নিউজ ৭১অনলাইনের প্রধান আলোচিত্রী মোঃ রবেল প্রমুখ।