সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

kotin cebar dan Pic
রাজিব মজুমদার : চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল মণি চৌধুরীর সঞ্চালনায় এবং দর্শণবারিধি অধ্যাপক শ্রীমৎ ধর্মরতি মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিজামপুর বৌদ্ধ ভিুু সমিতির সভাপতি ধর্মবারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামপুর ভিু সংঘের কার্যকরী সভাপতি, কর্মবীর শ্রীমৎ জিনালংকার মহাথের। প্রধান ধর্মালোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড. জিনবোধি মহাথের। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিহারের বিহার অধ্য ও বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার পুরকীর্তি সচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের। সূচনায় মঙ্গলাচরণ করেন শ্রীমৎ জ্ঞানলংকার ভিুু। প্রসার কান্তি বড়–য়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বী ভক্তবৃন্দের সম্মিলন ঘটে।