সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

জোরারগঞ্জ প্রতিনিধি ঃ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে সমাবেশ করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। এ উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকালে বারইয়ারহাট চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি স্কুল থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়ক হয়ে মহাসড়ক হয়ে বারইয়ারহাট ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে স্কুল মাঠে শেষ হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের আয়োজনে র্যালীতে অংশ গ্রহণ করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেন, জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার, এসআই সফিকুল ইসলাম, এএসআই আব্দুস সামাদ ও পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ। র্যালী শেষে স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সড়ক পারাপারের সময় ফুটওভার ব্রীজ, জেব্রা ক্রসিং এবং ফুটপাত ব্যবহার করতে হবে। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠান শেষ করা হয়।