শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাসদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা

pic-18_95036-390x260

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার পর জাসদের উত্থান ঘটে। আর তাদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা। গতকাল সকালে ছাত্রলীগ আয়োজিত ২১শে আগস্ট শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন ফাঁকা বুলি। খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের কথা বলেছেন। তবে কোন ঈদ তা স্পষ্ট নয়। ঢাকা মহানগরের কমিটি গঠন করেছেন। কিন্তু কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন আন্দোলন হবে ধীরে। মোশররফ হোসেন বলেন, আমাদের সরকারের সময়ে মোট ১০টা ঈদ থাকবে। এর কোন ঈদের পরই বিএনপি আন্দোলন করতে পারবে না। এর ফাঁকে আমরা ভিশন-২০২১ বাস্তবায়ন করে ফেলবো। খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে মন্ত্রী বলেন, খালেদা জিয়া একেক সময় একেক দিন জন্মদিন পালন করেন। কোন নির্দিষ্ট তারিখ নেই। ১৫ই আগস্ট জন্মদিন জাঁকজমকভাবে পালন করলেও এবার তা করেননি। লুকোচুরির মাধ্যমে করেছেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই এর বিরোধীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ওই দিন শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু ২১শে আগস্ট আবার চেষ্টা করা হয়। বিদেশীদের মদতে বিএনপি এ হামলা চালায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ কে এম এনামুল হক শামীম, সাবেক সভাপতি আ ব ম বাহাউদ্দিম নাদিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২১শে আগস্ট যারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারাই ’৭১ ও ’৭৫ সালের প্রকৃত হত্যাকারী। আওয়ামী লীগের রাজনীতি হত্যার রাজনীতি নয়। তাদের রাজনীতি সঠিক গণতন্ত্রের রাজনীতি। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছিল। তারাই আবার দেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। সাধারণ মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার করেছে।