শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাবির ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

fdaboqnx_25481

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া ছাত্ররা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন পদে রয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হলে তল্লাশি চালিয়ে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া সিন্ডিকেট সভায় নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ২য় দফায় ওই হলে তল্লাশি করে শিক্ষার্থীদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে।