মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন চাইবে নির্বাচন কমিশন

shanewas1

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন চাইবে, নির্বাচন কমিশন।  আর এজন্য তারা শিগগিরই রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ। আগামী ২৪শে জানুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। যে কোনও দিন ঘোষণা করা হবে তফসিল।গণপ্রতিনিধিত্ব আদেশে সেনা বাহিনীও আইন-শৃঙ্খলা বাহিনির অন্তর্ভূক্ত। তবে এই বিশেষ বাহিনীকে মাঠে নামাতে প্রয়োজন হয় রাষ্ট্রপতির অনুমতি। আর চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যেই নির্বাচন করতে হলে আগে ভাগেই প্রয়োজন হতে পারে সেনা তলব। তাই পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের কথা ভাবছে কমিশন।চলমান রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলেও সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধ পরিকর কমিশন। তবে তাদের বিশ্বাস, তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে সমঝোতা, নিবিন্ধত সব দলই অংশ নেবে এই নির্বাচনে।

Leave a Reply