শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘জাতীয় কবিতা মঞ্চ’ সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠিত

 

muchamonir uddin

আমিরাত প্রতিনিধি:

`কবিতা শান্তির র্ধম,শান্তির জন্য কবি ও কবিতা চাই’  এর লক্ষে  জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠিত হয়।   গতকাল ২৫শে মার্চ রোজ শূক্র বার বিকাল ৩টা অস্হায়ী কার্যলয়ে এক সাধারণ আয়োজনরে মধ্য দিয়ে জাতীয় কবিতা মঞ্চের আহবায়ক    কমিটি গঠন করা হয়। কবি মুছা কে সভাপতি করে  কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নাকে সদস্য সচিব করা হয়। কবি ও কলামিষ্ট মোহাম্মদ মুছার সভাপতিত্বে সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ের  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লুলু ফ্যাশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সাইফ। তিনি বলেন কবিতা চাই সত্য অন্যায়ের জন্য, কবিতা মানুষের মন কে সুন্দর করে তুলে। বিশেষ অথিতি ছিলেন সমাজসেবক, ইসলামি চিন্তাবিদ, ব্যবসায়ী মোহাম্ম সিরাজদ্দোলা মামুন।  আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, জুয়েল মাহমুদ, মোহাম্মদসা সাব  উদ্দিন প্রমুখ। সভায় সভাগনের সর্ব সম্মতিক্রমে করি কবি মোহাম্মদ মুছা কে সভাপতি ও সাংবাদিক ও কবি মোহাম্মাদ মনির উদ্দিন মান্না কে সাধারণ সম্পাদর করে ১১ বিশিষ্ট কমিটি করা হয়। অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি কবি ও সাহিত্যিক মোহাম্মদ ওবাইদুল হক,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহিদ টিপু,সংগীত ও সংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, আবৃতি সম্পাদক মোহাম্মদ নুরুল গণি, অর্থ সম্পাদক মোহাম্মদ সরোয়ার উদ্দিন রণি, প্রচার সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য ৩জন কে নিয়ে কমিটি প্রকাশ করে।