রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার সঙ্গে ইইউ সংসদীয় দলের ঘন্টাব্যাপী বৈঠক

khaleda-eu01_222329
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্যরা।মঙ্গলবার সন্ধায় সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তারা এ বৈঠক করেন।প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জোসেফ উইডেন হোলজার, মারসিন গ্যাসিউইক, লেভেনটিক্যাসজি, ক্যারোলকারস্কী, ব্রিগিটটিবাটেইল্লি এবং ক্রিস্টিয়ান ড্যানপ্রিদা। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন অংশ গ্রহণ করেন।সূত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল বেগম খালেদা জিযার সঙ্গে বৈঠক করেন।  বর্তমান সরকারের বিগত সাত বছরের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সরকারের নানা অপকর্মের সচিত্র প্রতিবেদনসহ ভিডিও ফুটেজ ও দালিলিক তথ্য-উপাত্ত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়েছে। ইইউর প্রতিনিধিদল বাংলাদেশে ৫দিন অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।গত দুই দশকের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির এটাই প্রথম বাংলাদেশ সফর।প্রতিনিধি দলটি চলমান রাজনৈতিক অস্থিরতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্প খাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করবে।