বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কালো টাকা বৈধ করার বিধানে টিআইবির উদ্বেগ

আবাসন খাতে বিনিয়োগের সুযোগের মাধ্যমে কালো টাকা বৈধ করার বিধান রাখায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে বিধানটি বাতিলের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার অনৈতিক বিধানটি অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে। এই বিধানের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে অর্থমন্ত্রী বিভিন্নভাবে অবস্থান নিলেও যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই অনৈতিক এ সুযোগটি আবারও অব্যাহত রাখা বিব্রতকর।তিনি আরও বলেন, আবাসন খাতের সৎ ক্রেতাদের জন্য বিধানটি বৈষম্যমূলক হবে এবং তা জনগণকে অনৈতিক আয়ে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয়, সরকারের এই অবস্থান আবাসন খাতে বিদ্যমান অনিয়মকে প্রশ্রয় দেয়ার পাশাপাশি খাতটিকে একটি সরকারি পৃষ্ঠপোষকতানির্ভর দুর্নীতি সহায়ক খাত হিসেবেও পরিগণিত করবে। ড. জামান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের নিজস্ব তথ্য অনুযায়ী কালো টাকা বৈধ করার এই অব্যাহত সুযোগ রাজস্ব আদায় বা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। অথচ বিশেষ মহলের অবৈধতাকে প্রশ্রয় দিয়ে সরকার সমাজে নির্বিকারভাবে নৈতিকতাবিরোধী কাজ করেছে।টিআইবি দীর্ঘদিন থেকেই বাজেটে কালো টাকা বৈধ করার বিধানের বিপক্ষে প্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাজেট ঘোষণার আগে ২৭ মে কালো টাকা বৈধকরণের সুযোগ না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সংস্থাটি।