শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এবার মফস্বলে শুরু হবে নৌকা-ধানের শীষের লড়াই

Election

খবরিকা ডেস্ক:  এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নানা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশন দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। সারাদেশের মতো মীরসরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারী ) রাত ১০ টা মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, দ্বিতীয় ধাপে সম্ভাব্য আগামী ৩১ মার্চ রোজ বৃহস্পতিবার  মীরসরাইয়ে একই দিনে ১৬টি ইউপি মধ্যে ১নং করেরহাট ইউপিতে সীমানা জটিলতা কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না। বাকি ১৫টা ইউপিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য বিগত  এক যুগের ও বেশি সময় ধরে সীমানা জটিলতা অজুহাতে করেরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
সরকারী দল আছেন নির্ভাবনায়। বিরোধী দল আছেন গোলক ধাঁধাঁয়। সরকার দলীয় প্রার্থী অধিকাংশ ইউপিতে নিশ্চিত হলেও বিএনপি প্রার্থী‌দের কোনো খবর নেই।।
মীরসরাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের গত চেয়ারম্যানসহ কিছু নতুন মুখ দলীয় প্রতীকে প্রার্থী নিশ্চিত হওয়ার খবর জানা গেলেও শেষ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর আশির্বাদ শেষ কথা। তবে প্রধান বিরোধী দল বিএনপি ধানের শীষ প্রতীকে হেভিওয়েট প্রার্থীর চাইতে নগন্য প্রার্থীরাই দলের প্রার্থী হওয়ার অনুভুতি দেখিয়েছেন। অন্য কোনো দলের তৎপরতা চোখে দেখা যাচ্ছে না।